×

জাতীয়

বাসে অর্ধেক ভাড়ার আশ্বাসে বনানী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৩:০২ পিএম

বাসে অর্ধেক ভাড়ার আশ্বাসে বনানী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

মঙ্গলবার অর্ধেক ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

‘গুলশান চাকা’ বাসে হাফ পাশ বা অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে মালিকপক্ষের আশ্বাসে আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা।

এসময় ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী বৃহস্পতিবার মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার এই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের ভাষ্য, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনের ভাড়া দ্বিগুণ। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয় না বাস সংশ্লিষ্টরা। এ কারণে সড়কে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ চলাকালীন ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App