×

জাতীয়

সম্মেলন ঘিরে আওয়ামী লীগের ১১ উপ-কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৩:৫৭ পিএম

সম্মেলন ঘিরে আওয়ামী লীগের ১১ উপ-কমিটি

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন নিয়ে প্রস্তুতি সভা

শেখ হাসিনাকে সভাপতি করে ‘জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির’ আহ্বায়ক করে ১১টি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রবিবার (৩০ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন নিয়ে প্রস্তুতি সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে আছেন দলীয় সভাপতি শেখ হাসিনা; এই কমিটিতে ওবায়দুল কাদের সদস্য সচিব। এর বাইরে ১১ উপ-কমিটিতে যার যার দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।

অভ্যর্থনা উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন দীপু মনি। অর্থ উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কাজী জাফরউল্লাহ, সদস্য সচিব করা হয়েছে এইচএন আশিকুর রহমানকে।

ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে, সদস্য করা হয়েছে সচিব আব্দুর রহমানকে। দপ্তর উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অনুপম সেন, সদস্য সচিব করা হয়েছে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।

মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীর কবির নানককে, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মির্জা আজম। প্রচার ও প্রকাশনা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুস সোবহান গোলাপ।

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব করা হয়েছে আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুর রাজ্জাক, সদস্য সচিব করা হয়েছে সেলিম মাহমুদকে। স্বাস্থ্য উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোস্তফা জালাল মহিউদ্দিনকে, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রোকেয়া সুলতানা।

সাংস্কৃতিক উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আতাউর রহমানকে, সদস্য সচিব করা হয়েছে অসীম কুমার উকিলকে। খাদ্য উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সদস্য সচিব হিসেবে রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন বসবে আগামী ২৪ ডিসেম্বর। গত শুক্রবার দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App