প্রিন্ট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
আরো পড়ুন
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১২:২৫ পিএম
পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রহিম উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার নতুন বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের জামাল মাস্টারের বাড়ি এলাকার হাজী নুরুন্নবীর ছেলে। আহতরা হলেন- শুভ (১৭), বাদশাহ্ মিয়া (৪০)।
পটিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, বাসটিকে আটক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রহিম উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার নতুন বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের জামাল মাস্টারের বাড়ি এলাকার হাজী নুরুন্নবীর ছেলে। আহতরা হলেন- শুভ (১৭), বাদশাহ্ মিয়া (৪০)।
পটিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, বাসটিকে আটক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।
