×

জাতীয়

বন্যায় প্রাণিসম্পদ খাতে ক্ষতি ১ হাজার ৫০০ কোটি টাকা: উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

বন্যায় প্রাণিসম্পদ খাতে ক্ষতি ১ হাজার ৫০০ কোটি টাকা: উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশে চলমান বন্যায় দেশের প্রাণিসম্পদ খাতে এখন পর্যন্ত আনুমানিক ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার (২৫ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

ফরিদা আখতার বলেন, চট্টগ্রাম, সিলেট, ও খুলনা বিভাগের ১২টি জেলার ৮৬টি উপজেলা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য বিনষ্ট হওয়া এবং অবকাঠামোর ক্ষতির কারণে প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪১১ কোটি টাকা।

এছাড়া, মৎস্য খাতেও বন্যার ফলে বিপুল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি ও খামারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৯৯টি। এতে মাছ ও চিংড়ি সহ ক্ষতিগ্রস্তের পরিমাণ ৯০ হাজার ৭৬৮ টন। ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ির পোস্ট লার্ভা ৩ হাজার ৭৪৬ লক্ষটি, যার কারণে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯ কোটি ৩৬ লাখ টাকা।

ফরিদা আখতার বলেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে পশুখাদ্য সরবরাহ, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রদান এবং ঘাসের কাটিং বিতরণ করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের পুনর্বাসনের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, বন্যা পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা উন্নয়ন এবং প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালানো হবে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে যা বললেন অর্থ উপদেষ্টা

তিনি আরো বলেন, মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অব্যবহৃত অর্থ ব্যয়ে বন্যাকবলিত এলাকার চাষিদের মাঝে পোনা বিতরণ করা হবে। প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদানের মাধ্যমে মৎস্য খামারগুলোকে সুরক্ষিত করার ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App