×

জাতীয়

ড. ইউনূসকে পাওনা বিদ্যুৎ বিল নিয়ে চিঠি দিলেন গৌতম আদানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

ড. ইউনূসকে পাওনা বিদ্যুৎ বিল নিয়ে চিঠি দিলেন গৌতম আদানি

ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিদ্যুৎ বিক্রির পাওনা অর্থ দ্রুত পরিশোধের জন্য একটি চিঠি দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পাওনা রয়েছে, যা আদায় করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন এই ভারতীয় ব্যবসায়ী।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদানি গ্রুপ গত ৮-৯ মাস ধরে ঝাড়খান্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। তবে পাওনা অর্থের জন্য চাপ তৈরি হওয়ায়, আদানি গ্রুপের ঋণদাতারা কঠোর হচ্ছে।

চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি বজায় রাখছি, ঋণদাতারা আমাদের ওপর চাপ প্রয়োগ করছে। তাই দ্রুত পাওনা অর্থ পরিশোধের জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, নিয়মিত বিদ্যুৎ বিক্রির পাওনা সময়মতো পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, আদানি গ্রুপের এই পাওনা আদায়ের প্রক্রিয়া বাংলাদেশের সার্বিক জ্বালানি সংকটের একটি অংশ বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ–বিষয়ক দায় ৩৭০ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে আদানি পাওয়ারের কাছে ৪৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে।

আরো পড়ুন: ২৮ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

গৌতম আদানি চিঠিতে আরো জানান, তার কোম্পানি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App