×

জাতীয়

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:১১ এএম

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

ছবি: সংগৃহীত

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৪৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে সেনাবাহিনী ছাড়াও অংশ নেয় র‌্যাব ও পুলিশ। আটকদের মধ্যে ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী, বাকি ৫ জন ছিনতাই-ডাকাতির সঙ্গে জড়িত। শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান এ তথ্য জানান।  এসময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার  করা হয়েছে। 

গতকাল রাজধানীর মোহাম্মদপুরে মিনি শপিংমলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে বেশ কিছুদিন ধরেই চলছে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে মোহাম্মদপুরে। ছিনতাই ও ডাকাতি রোধে মোহাম্মদপুরে চলছে যৌথবাহিনীর অভিযান।

 এদিকে মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার আলটিমেটাম দেন স্থানীয়রা। গত দুমাস ধরে চুরি-ছিনতাই ও ডাকাতি অব্যাহতভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানা ঘেরাও করেন স্থানীয়রা। পালন করেন অবস্থান কর্মসূচিও। তবে পুলিশ জানায়, জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তারা।

 স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে হঠাৎ করেই ২০-২৫ জন দুর্বৃত্তের একটি দল গণছিনতাই করে মানুষজনকে কুপিয়ে আহত করে। একই দিনে বসিলায় ঘটে আরো দুটি ডাকাতির ঘটনা। এছাড়া বিকেলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় শিশুসহ আহত হয় তিন জন।

 তারা অভিযোগ করেন, র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনাও ঘটছে এ মোহাম্মদপুরেই। এ অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মোহাম্মদপুরবাসী নিরাপত্তার দাবিতে নেমেছেন সড়কে। ছিনতাই ও ডাকাতি রোধে মোহাম্মদপুরে চলছে যৌথবাহিনীর অভিযান। বিকেলে মোহাম্মদপুর থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় বিভিন্ন ঘটনা তুলে ধরে ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান স্থানীয়রা।

 এরপর তারা লিখিত দাবি নিয়ে প্রবেশ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন- তেজগাঁও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা। আশ্বাস দেন জনগণকে সঙ্গে নিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়া স্থানীয়দের আশ্বস্ত করার পাশাপাশি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জিডি নেয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App