×

জাতীয়

যে অভিযোগে র‍্যাব বিলুপ্তির সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

যে অভিযোগে র‍্যাব বিলুপ্তির সুপারিশ

ছবি: সংগৃহীত

মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের কার্যক্রম বিশ্লেষণ করে আমাদের কমিটি র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে।

তিনি বলেন, এই বাহিনী ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। হাফিজ উদ্দিন বলেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিটিরও এর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। 

এই প্রেক্ষাপটে র‍্যাবকে বিলুপ্ত করে র‍্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও থানা পুলিশ যেন যশাযথ পালন করতে পারে নেই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে আরো যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে- পুলিশ কমিশন গঠন, উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন, ক্ষমতার অপব্যবহার রোধে গ্রেপ্তারের আগে যথাযথ ডকুমেন্টেশন প্রক্রিয়া চালু করা।  

উল্লেখ্য, বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠিত হয়।

পুলিশের বিষয়ে হাফিজ বলেন, পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা কাম্য নয়। তাই এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। পুলিশ বাহিনীকে সংশোধন করার তাগিদ দিয়েছেন তিনি। হাফিজ বলেন, বাংলাদেশকে পতিত সরকারের আমলে একটা পুলিশ স্টেটে পরিণত করা হয়েছিল। এই পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রথিত হয় যে, দেশের মালিক জনগণ এবং তারা জনগণের প্রভু নয় সেবক, সেটি সুপারিশ করেছি।

হাফিজ বলেছেন, তাদের সুপারিশমালায় আছে পুলিশ বাহিনীকে নিবিঢ়ভাবে নজরদারি করার জন্য একটি পুলিশ কমিশন থাকবে। যে কমিশন ‘ওয়াচ ডক’ হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি করা যেতে পারে। সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ড লক্ষ্য রাখবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে। গ্রামাঞ্চলে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের কথাও বলছেন হাফিজ।

হাফিজ বলেন, আশা করা যায়, এই সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি ও অনিয়ম দূর হয়ে যাবে। দলের সুপারিশ নিয়ে তিনি বলেন, পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরো সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে এই বাহিনীকে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন সুপারিশমালা তৈরি করেছি যা পুলিশ প্রশাসন সংস্কার কমিশনকেও দিয়েছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App