×

জাতীয়

মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:৫৫ পিএম

মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্টভাবে জানিয়েছেন, মব জাস্টিস (গণপিটুনি বা গণআক্রমণ) কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণিত হলে, সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে জাইকার কারিগরি সহযোগিতায় ও ডিএমপির ডিআরএসপি প্রজেক্টের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : ডিসির আপত্তিকর ভিডিওকাণ্ডে তদন্ত কমিটি

শেখ মো. সাজ্জাত বলেন, সম্প্রতি উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নূরুল হুদাকে ঘিরে যে মব তৈরি হয়েছিল, সে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আমরা মব জাস্টিসকে কোনোভাবেই অনুমোদন দিচ্ছি না। বরং এ ধরনের ঘটনায় ছিনতাই বা ডাকাতির মামলা নেওয়া হচ্ছে।

রাতে বাড়িতে পুলিশি অভিযানের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রাতের বেলায় কোনো বাড়িতে আসামি ধরতে গিয়ে দরজা ভাঙা বা হঠাৎ হানা দেওয়ার মতো ঘটনা এখন আমরা অ্যালাউ করছি না। এ কারণেই এমন ঘটনার হারও কমেছে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি কোনো অপরাধী সম্পর্কে তথ্য পান, তাহলে নিজের হাতে আইন তুলে না নিয়ে পুলিশকে জানান। পুলিশই ব্যবস্থা নেবে।

গাফিলতির শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, যেসব অফিসার মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হবেন কিংবা পদক্ষেপ নেবেন না, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিন-চার মাস আগের তুলনায় বর্তমানে মব জাস্টিসের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তার।

চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় চাঁদাবাজির ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App