শুল্ক ইস্যু
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় ওয়াশিংটনে এ আলোচনা শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় অনানুষ্ঠানিক প্রাথমিক বৈঠক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টায় আবার শুরু হবে।
এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
আরো পড়ুন : তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন
বৈঠকে ঢাকায় অবস্থানরত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক নীতি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পুরো শুল্ক আলোচনার প্রক্রিয়াটি সমন্বয় করছে। শুল্ক ইস্যুতে চলমান এ আলোচনায় বাংলাদেশের রপ্তানি খাতের স্বার্থ সুরক্ষা এবং বিদ্যমান শুল্ক নীতি সহজীকরণের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।