×

জাতীয়

৬২ দফায় ঐকমত্য, দ্বিতীয় ধাপেও এগোচ্ছে সংলাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

৬২ দফায় ঐকমত্য, দ্বিতীয় ধাপেও এগোচ্ছে সংলাপ

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করেছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে ১৬৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ৬২টি প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে।

এই সংলাপের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ খসড়া তৈরি করে দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, এই ৬২টি প্রস্তাবের প্রায় প্রতিটিতে ২৫ থেকে ৩৩টি দল সম্মতি দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া, প্রশাসন ও দুর্নীতি দমন কাঠামো নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।

প্রথম ধাপে চারটি খাতে ঐকমত্য স্পষ্ট। সেগুলো হলো- সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন কাঠামোর সংস্কার।

সংবিধান সংস্কারের প্রস্তাবে ৩০টি দল দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (জাতীয় সংসদ ও সিনেট) গঠনে একমত হয়েছে। উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণে ২৪টি দল, সংসদে নারী আসন ১০০ তে উন্নীত করার বিষয়ে ১৯টি দল একমত।

আরো পড়ুন : ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ ইসলাম

ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের সদস্য মনোনয়ন, সংসদ কমিটি ও সদস্যদের অধিকার নির্ধারণে আইন প্রণয়ন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, রাষ্ট্রভাষা হিসেবে বাংলা, নাগরিক পরিচয় ইত্যাদি বিষয়ে ২৪ থেকে ৩১টি দল সম্মতি জানিয়েছে।

স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ

স্থানীয় সরকারকে আর্থিকভাবে স্বায়ত্বশাসিত করা, কর্মকর্তা-কর্মচারীদের স্থানীয় সরকারের অধীনে আনা, জেলা সমন্বয় কাউন্সিল গঠন, স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা, এসব প্রস্তাবে ২৫ থেকে ২৮টি দল একমত।

বিচার ব্যবস্থার সংস্কার

আদালত ও বিচারক নিয়োগ, বিচারকদের আচরণবিধি, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস, ডিজিটাইজেশন, আইনজীবী রাজনীতি ও আচরণবিধি, এই সব বিষয়ে ২৬ থেকে ৩২টি দল ঐকমত্যে পৌঁছেছে।

দুর্নীতি দমন কাঠামো

দুর্নীতিবিরোধী আইন, দুদক কমিশনার সংখ্যা ও কাঠামো, বাছাই কমিটি, উচ্চপর্যায়ের দুর্নীতি-অর্থপাচার রোধ, বেসরকারি খাতের দুর্নীতিকে শাস্তির আওতায় আনা, সরকারি ক্ষমতার অপব্যবহার রোধে আইন প্রণয়ন ইত্যাদি বিষয়ে ২৫ থেকে ৩২টি দলের সম্মতি মিলেছে।

দ্বিতীয় ধাপে অগ্রগতি

কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে জুলাই সনদের ১২টি প্রস্তাবে নতুন করে ঐকমত্য হয়েছে। এর মধ্যে রয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা, রাষ্ট্রপতির ক্ষমা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ও একাধিক পদে থাকার বিধান, প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা কাঠামো, নির্বাচন কমিশনের নিয়োগ ও পুলিশ সংস্কার কমিশন গঠন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেছেন, প্রথম ধাপের সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা লিখিত আকারে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও নতুন নতুন প্রস্তাবনায় দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App