×

জাতীয়

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

ছবি: সংগৃহীত

নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরো ১৬টি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেয়া হবে।

নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২ জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল ১৪৫টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারায় সব দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। তখন বেঁধে দেয়া সময়ের মধ্যে মোট ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় ইসিতে।

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পারে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি রাজনৈতিক দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১০০ অস্ত্র উদ্ধার: ৯ দোকান কর্মচারী রিমান্ডে

১১০০ অস্ত্র উদ্ধার: ৯ দোকান কর্মচারী রিমান্ডে

প্রতিদিন মুড়ি খান

প্রতিদিন মুড়ি খান

‘নাটক কম করো পিও’, তিশাকে শাওন

‘নাটক কম করো পিও’, তিশাকে শাওন

সামনে অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলা করতে হবে: তারেক রহমান

সামনে অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলা করতে হবে: তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App