জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সম্মানসূচক ডিগ্রির মাধ্যমে সামাজিক ব্যবসা প্রসারে তার অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
অধ্যাপক ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের নির্মাতা। তোমাদের সৃজনশীলতা, চিন্তা ও দায়িত্ববোধই ভবিষ্যৎ গড়ে তুলবে। স্বপ্ন দেখো, সাহসী হও এবং কাজ করো—প্রত্যেক ব্যর্থতাই সাফল্যের পথে একটি ধাপ মাত্র।
আরো পড়ুন : মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
তিনি নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার নতুন অর্থ দিয়েছে। নতুন সরকারের লক্ষ্য ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং সমান সুযোগ নিশ্চিত করা।
অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।
তিনি নিজের কর্মময় জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন, মানুষ দরিদ্র নয়, তাদের সুযোগই সীমিত। তাই আমি এমন একটি ব্যবস্থা তৈরি করেছি যেখানে দরিদ্র মানুষও ক্ষুদ্রঋণ পেতে পারে, ব্যবসা শুরু করতে পারে এবং জীবন বদলে দিতে পারে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ওপর আলোকপাত করে তিনি বলেন, দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বিনিময় ও উন্নতির যৌথ স্বপ্নের ওপর দৃঢ় বন্ধন গড়ে তুলেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার মাধ্যমে আমরা উদ্ভাবনী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
সম্মানসূচক ডিগ্রি প্রদানের অনুষ্ঠানটিতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির এবং ইউকেএম ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসোহ উপস্থিত ছিলেন।