×

পাকিস্তান

সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম

সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার চেষ্টা করলে ভারতকে কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খবর জি নিউজের। 

শেহবাজ শরিফ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেব না। যদি আপনারা পানি আটকে রাখার পরিকল্পনা করেন বা কোনো পদক্ষেপ নেন, তাহলে এমন শিক্ষা দেবো যা কোনোদিন ভুলবেন না।

এর আগে, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। ভারত অভিযোগ তোলে, হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল। যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। হামলার পরপরই ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যার ফলে পাকিস্তানের তিনটি নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি প্রবাহ কমে যায় এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ে।

আরো পড়ুন : সিন্ধুতে বাঁধ দিলে মিসাইল মেরে গুঁড়িয়ে দেবো: পাকিস্তান

চুক্তি স্থগিতের পর পাকিস্তান আন্তর্জাতিক আদালতে মামলা করে। গত ৮ আগস্ট আদালত রায় দিয়ে সিন্ধু চুক্তি কার্যকর রাখার নির্দেশ দেন এবং ভারতকে এতে ফিরে আসতে বলে। আদালত আরো নির্দেশ দেন, ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা অনুরূপ স্থাপনা নির্মাণ করতে চায়, তবে তা অবশ্যই চুক্তির শর্ত অনুযায়ী হতে হবে।

ভারত এখনো রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান রায়কে স্বাগত জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ধ্বংস করব। সিন্ধু নদ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ রেহানা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ রেহানা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App