×

জাতীয়

খাগড়াছড়িতে অস্থিরতার পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

খাগড়াছড়িতে অস্থিরতার পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, একটা মহল চাচ্ছে এই উৎসব যেন ভালোভাবে বা ধর্মীয় উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখরভাবে হতে না পারে, এজন্য একটা মহল চেষ্টা করছে। ওই মহলই খাগড়াছড়িতে এই ঘটনা ঘটার চেষ্টা করছে।

পার্শ্ববর্তী দেশ থেকে খাগড়াছড়িতে ‘সন্ত্রাসীদের’ অস্ত্র ও টাকা জোগান দেয়া হচ্ছে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে ‘পার্বত্য চট্টগ্রামকে’ অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে, এ বিষয়ে পরিকল্পনা কি? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে এজন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে রয়েছেন। বিষয়টি তদারকি করছেন তিনি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা। খাগড়াছড়িতে এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে।

খাগড়াছড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরের দেশ থেকে আসছে। যেটা আপনি (সাংবাদিক) বললেন।

দেশের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নাম বলে দিছে। এটা প্রতিহত করতে হলে আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার হবে।

একই সঙ্গে দুর্গাপূজার এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সবাইকে সাহায্য ও সহযোগীতা করার আহ্বানও জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ

ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ

মেহজাবীনের সাবা নিয়ে কী অনুভূতি জানালেন লেখক রাহিতুল ইসলাম

মেহজাবীনের সাবা নিয়ে কী অনুভূতি জানালেন লেখক রাহিতুল ইসলাম

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App