বিশ্ব শিক্ষক দিবস আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

ছবি : সংগৃহীত
আজ ৫ অক্টোবর (রোববার) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
শিক্ষক ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়—এ উপলব্ধি থেকেই ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের একশতাধিক দেশে দিবসটি পালিত হয়ে আসছে। এর আগে ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় প্রতি বছরের ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর প্রথমবারের মতো দিবসটি উদযাপন শুরু হয়।
শিক্ষকের ভূমিকা কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়। তারা শিক্ষার্থীর চিন্তা, চরিত্র, জ্ঞান ও ভবিষ্যৎ গঠনের কারিগর। জাতিকে আলোকিত পথে এগিয়ে নেওয়া এবং নৈতিকতাভিত্তিক সমাজ নির্মাণে তাদের অবদান অপরিসীম। এজন্যই বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও কাজের স্বীকৃতি প্রদানের এক গুরুত্বপূর্ণ দিন।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য প্রসঙ্গে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, অধিকার, সুযোগ-সুবিধা ও উন্নত বেতন-ভাতা নিশ্চিত করলে তরুণ প্রজন্ম শিক্ষকতায় আগ্রহী হবে। শিক্ষকরা কেবল জ্ঞান বিতরণই করেন না, তারা সমাজ ও রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কাঠামো গঠনে মুখ্য ভূমিকা রাখেন।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালেই গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। এ বছর ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। প্রাথমিকভাবে ৩৬ জনকে মনোনীত করা হলেও সেখান থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ের সেরা শিক্ষকদের বাছাই করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস তাই কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ব পুনরায় স্মরণ করার এক মূল্যবান মুহূর্ত।