×

জাতীয়

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩২ এএম

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের নিচের অংশে কেমিক্যালের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গার্মেন্টসের ভেতরে থাকা শ্রমিকরা বাইরে বের হতে বা ছাদে উঠতে পারেননি, ফলে তারা দগ্ধ বা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ভবনটিতে একটি পোশাক কারখানা এবং একটি কেমিক্যাল গোডাউন ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অধিকাংশের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App