নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ছবি : সংগৃহীত
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরো সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরো উন্নত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে, আমরা সেই প্রত্যাশাতেই আছি।
জিওসি মাইনুর রহমান বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যে রূপরেখা নির্ধারণ করেছে, সেনাবাহিনী সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে। তিনি বলেন, আমাদের চলমান প্রশিক্ষণ কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা। প্রশিক্ষণ বলতে আমরা বুঝি- ‘উই ট্রেইন এজ উই ফাইট’। অর্থাৎ, আমরা শান্তিকালে যুদ্ধের প্রস্তুতি নেই।
আরো পড়ুন : নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়টা আমাদের জন্য সহজ ছিল না। অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচনের পর সেনাবাহিনী যেন সেনানিবাসে ফিরতে পারে, আমরা সেটিই প্রত্যাশা করি।
তিনি জানান, যদি নির্বাচনের আগে বা পরেও সেনাবাহিনীকে বাইরে দায়িত্ব পালন করতে হয়, তাহলে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে। তবে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট থাকবে।
