×

জাতীয়

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়টি মাঠ পর্যায়ের নির্বাচন অফিস থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি। ভবিষ্যতে এসব সংশোধন কেবল ইসির প্রধান কার্যালয় থেকেই সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এনআইডি সংশোধনের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা আদর্শ পরিচালনা পদ্ধতিতে এই পরিবর্তন আনা হচ্ছে।

হুমায়ুন কবীর বলেন, বয়স সংশোধনের মতো সংবেদনশীল বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে আনা হবে। তবে অন্যান্য কারেকশনের বিষয়গুলো আগের মতোই মাঠ পর্যায়ে করা যাবে।

অতিরিক্ত সচিব জানান, সাম্প্রতিক সময়ে এনআইডি সংশোধনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা দিয়েছে। এতে নির্বাচন কমিশনের ডাটাবেজ সুরক্ষার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই এই প্রক্রিয়াকে আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজি বলেন, আমরা দেখছি কিছু মানুষ প্রকৃত বিপদে নয়, বরং অপরাধী মনোভাব নিয়ে তথ্য পরিবর্তন করছে। ডাটাবেজ সুরক্ষিত রাখতে হলে এভাবে চলতে পারে না। তাই আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই প্রক্রিয়াকে এখনই নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি জানান, শুধুমাত্র বয়স সংশোধন নয়, নতুন এসওপিতে আরও নানা দিক বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, সংশোধনের বিভিন্ন ফিল্ডে সুনির্দিষ্ট নির্দেশনা তৈরি, দীর্ঘদিন ধরে আবেদন ঝুলে থাকা রোধ করা, আবেদনকারীদের কাছ থেকে সময়মতো দালিলিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তির বিধান রাখা। এসব প্রস্তাব কমিশন পর্যায়ে আলোচনা শেষে অনুমোদিত হলে কার্যকর হবে।

এর আগে গতকাল রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনার ও কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় এনআইডি সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, আদর্শ পরিচালনা পদ্ধতির (এসওপি) সংশোধন, ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ণ, দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ১

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ১

বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে

প্রেস সচিব বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে

গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী

তদন্ত কমিটি গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App