×

জাতীয়

১৩ নভেম্বর গণপরিবহণ চলবে কিনা, জানাল মালিক সমিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

১৩ নভেম্বর গণপরিবহণ চলবে কিনা, জানাল মালিক সমিত

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের দিনও দেশে গণপরিবহণ চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, আগামীকালও অন্য দিনের মতো সড়কে গণপরিবহণ চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে, সে জন্য পরিবহন মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক পরিবহণ শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহণে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে যানবাহন চলাচলে যার কিছুটা প্রভাব পড়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহণও কিছুটা কম দেখা গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App