১৩ ঘণ্টায় ৩ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনগুলো হালকা ও মাঝারি মাত্রার হলেও নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাত ৩টার পর থেকে আজ বিকেল সাড়ে ৪টার মধ্যে তিন দফা কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল হালকা থেকে মাঝারি পর্যায়ের।
প্রথম ভূমিকম্পটি ঘটে বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে। টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উৎপন্ন ৪ মাত্রার এই ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানায়, টেকনাফে খুব সামান্য ঝাঁকুনি হওয়ায় অধিকাংশ মানুষ তা টের পাননি।
আরো পড়ুন : আবারও ভূমিকম্প
ইএমএসসি বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় মাত্র দেড় মিনিট পর, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে। সিলেট অঞ্চলে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার এই ভূমিকম্প অনেকেই টের পাননি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তৃতীয় দফা কম্পন অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনটি অনুভূত হয় বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩.৬। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, ২১ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। ওই ঘটনায় শিশুসহ ১০ জন প্রাণ হারান এবং আহত হন ছয় শতাধিক মানুষ।
নিরবচ্ছিন্ন ভূমিকম্পে জনগণের মধ্যে আতঙ্ক বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, এসব কম্পন ভূমিকম্প–প্রবণ অঞ্চলে স্বাভাবিক ঘটনা হলেও সতর্কতা ও প্রস্তুতি নেওয়া জরুরি।
