×

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই বীর শহীদদের স্মরণে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি। আজ পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব অনুভব করছি।

আরো পড়ুন : আজ মহান বিজয় দিবস

শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম বলেন, যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এবারও এসে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান জানালাম।

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ এই গৌরবময় দিনে জাতীয় স্মৃতিসৌধে এসে দেশের জন্য আত্মদানকারী সূর্য সন্তানদের স্মরণ করছি। এই দিনটি আমাদের জাতির অহংকারের দিন।

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি শহীদদের প্রতি জাতির অগাধ শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র নিয়ম

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র নিয়ম

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস

প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App