×

পাকিস্তান

পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় নিহত ৫৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম

পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় নিহত ৫৪

শহরাঞ্চলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা মৌসুম শুরুর পর থেকে দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০-এ। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশজুড়ে টানা বৃষ্টিপাত শুরু হয়, যা এখনও থামার কোনো লক্ষণ নেই। এর ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ঝুঁকির মুখে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এনডিএমএ-এর এক মুখপাত্র বৃহস্পতিবার সকাল ৮টার (পাকিস্তান সময়) সর্বশেষ তথ্য দিয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানি ঘটেছে পাঞ্জাব প্রদেশে।

২৬ জুন মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০ জন, যাদের মধ্যে ৭০ জনই শিশু। আহত হয়েছেন অন্তত ৫০০ জন মানুষ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই টানা বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরো পড়ুন : রাজনৈতিক দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী

সরকার এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করে বলেছে, ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের জরুরি প্রয়োজনে তিন থেকে পাঁচ দিনের খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা পাকিস্তানের মানুষের মনে, যখন দেশের এক-তৃতীয়াংশ অঞ্চল পানির নিচে চলে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিল অন্তত ১ হাজার ৭০০ মানুষ। চলতি বর্ষা মৌসুমও সেই ভয়াল ঘটনার আশঙ্কাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App