পাকিস্তানে বন্যার্তদের জন্য দেড় মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম

পাকিস্তানে দেড় মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য
পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১.৩৩ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
সহায়তার অর্থ দিয়ে জরুরি খাদ্যসামগ্রী, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, মোবাইল চিকিৎসা শিবির, নিরাপদ পানির উৎস পুনর্বাসন, সেচ ব্যবস্থার পুনর্নির্মাণ, জীবিকা ও কৃষি সহায়তাসহ প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে।
ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট বলেন, যুক্তরাজ্যের অর্থায়নে চলমান কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা ও স্থিতিস্থাপকতা বাড়াতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ সহায়তায় পাঞ্জাব, গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সাতটি বন্যাদুর্গত জেলায় দুই লাখ ২৩ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ২ হাজার ৪০০ স্বেচ্ছাসেবককে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চারসাদ্দা জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক বুনের জেলার রেসকিউ ১১২২ টিমে যোগ দিয়ে নিখোঁজ ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে মোবাইল মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলোকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী, আশ্রয় উপকরণ, গৃহস্থালি জিনিসপত্র ও নারীদের জন্য মর্যাদাসূচক কিটস।
ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপগুলো পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং জলবায়ুজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির প্রমাণ বহন করছে।