×

পাকিস্তান

মধ্যরাতে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

মধ্যরাতে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে এই গুলি বিনিময় হয়। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই উত্তেজনা বাড়তে থাকে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়র্টাসের।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক অঞ্চলে হামলা চালায়। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, আফগান সেনারাই চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছুড়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থানে আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর দুই দিন আগেই সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ। বৈঠক থেকে কোনো অগ্রগতি না এলেও তারা যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তার মধ্যেই আবারও সীমান্তে সংঘর্ষ শুরু হলো।

গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের মুখোমুখি সংঘাত হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। কিছুদিন উত্তেজনা প্রশমিত থাকলেও সাম্প্রতিক আলোচনার পর দুই দিন না যেতেই আবারও সংঘর্ষে জড়ায় আফগানিস্তান ও পাকিস্তান।

পাকিস্তানে সাম্প্রতিক দিনে বেশ কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। দেশটির দাবি, আফগান নাগরিকরা আফগানিস্তানের মদদে এসব হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য তারা দায়ী নয়।

২০২১ সালে মার্কিন ও পশ্চিমা সেনাদের সরিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা পর্যায়ক্রমে বেড়েই চলেছে। গত অক্টোবরে সংঘাতের ঘটনায় কয়েকশ মানুষের প্রাণহানিও ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App