×

পাকিস্তান

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তের বেলুচিস্তানের চামান এলাকায় টানা দুই দিনের সংঘর্ষে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে।

গত শুক্রবার ও শনিবার এই ঘটনাগুলো ঘটে বলে রোববার (৭ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম দ্য নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদমাধ্যমটি তাদের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার মধ্যরাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। প্রথম দিকে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্র মোতায়েন করে। রকেট লঞ্চার, কামান এবং ভারী গোলাবারুদের মাধ্যমে হামলা চালানো হলে আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সূত্রের দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহারের চেষ্টা করা হয়। তবে প্রথম দফার হামলার পরে আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি চালায়। এর জবাবে পাকিস্তান সেনারা ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দ্য নিউজ–এর প্রতিবেদনে বর্ণিত সূত্রগুলো নিশ্চিত করেছে যে মোট ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App