×

অন্যান্য

জনগণকে আর বোকা বানানো যাবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:০১ এএম

জনগণকে আর বোকা বানানো যাবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনকে দলীয়করণের অভিযোগ তুলে জনগণকে আর বোকা বানানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীকে এখনো তালিকাভুক্ত রেখে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ভালো নয়। তবে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছি। নাগরিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

রাজনীতির সহিংস সংস্কৃতির কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোর হাতে আজো রক্তের দাগ লেগে আছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, খুনোখুনি—সবাই রক্তে রঙিন। আমরা সহিংসতামুক্ত, চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। কোনো দলের সহিংসতা আর মেনে নেওয়া হবে না।

আরো পড়ুন : প্রতীক হিসেবে থাকছে ‘নৌকা’, এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’

তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি তাদের ‘জুলাইয়ের ঘোষণাপত্র ও সনদ’ নিয়ে সারাদেশের মানুষের মুক্তির ইশতেহার উপস্থাপন করবে। ইনশাল্লাহ, কোনো হুমকি-ধমকি এই গণজোয়ার থামাতে পারবে না। তরুণদের গণজোয়ার রুখবে কার সাধ্য! এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করব।

এর আগে রাত ৯টায় ভোলা থেকে বরিশালে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। হাসপাতাল রোড ও আইন মহাবিদ্যালয় এলাকা হয়ে নেতারা মিছিলসহ প্রায় এক কিলোমিটার পথ হেঁটে পথসভাস্থলে পৌঁছান। রাস্তার দুপাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতারা।

এসময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও পদযাত্রায় অংশ নেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদী, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাসিব আর রহমান এবং আল আমিন টুটুলসহ অন্যান্য নেতারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে: আমিনুল হক

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নিয়ে মন্তব্য রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে: আমিনুল হক

গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App