×

অন্যান্য

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

ছবি : সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, আগে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। জনগণের নিরাপত্তা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য একটি নতুন সংবিধান জরুরি।

এদিনই জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর ঘোষণা দেয়। কমিশনের মতে, এ সনদ বাস্তবায়নের জন্য একটি আইনি কাঠামো জরুরি।

আলোচনা সভায় ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক বক্তব্যে নাসীরুদ্দীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে নির্দেশনা আনেন, অথচ জনগণের কাছে সিজদা দেন না। জনগণের প্রতি দায়বদ্ধতাই নতুন সংবিধানের ভিত্তি হওয়া উচিত।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে শহীদদের রক্তের প্রতি বেঈমানি হবে। সংস্কার কাজ শেষ না করে নির্বাচনে গেলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।

অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন আরো বলেন, যদি নতুন সংবিধান দিতে না পারেন, তবে এই সরকারের বৈধতাও টেকসই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সমাধান নেই।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদে থাকা যাবে না

সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যবস্থা পরিবর্তন না করে নির্বাচনে গেলে সেটি অর্থহীন হবে। নির্বাচন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতেই হোক আমাদের আপত্তি নেই। তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।

বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিবাদের পাঠ্যবই’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, এই সংবিধানের অধীনে জনগণের অধিকার সুরক্ষিত হয়নি। অতীতে যেই সরকার ক্ষমতায় এসেছে, শেষ পর্যন্ত বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সভায় এনসিপির অন্য নেতাদের মধ্যে আখতার হোসেন, জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক বক্তব্য দেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু

জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি

বিবিসি বাংলার প্রতিবেদন জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

ইনজুরি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন মেসির

ইনজুরি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন মেসির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App