×

অন্যান্য

নিউইয়র্কে আখতারের ওপর হামলা, এনসিপির নতুন কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

নিউইয়র্কে আখতারের ওপর হামলা, এনসিপির নতুন কর্মসূচি

আখতারের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি দিয়েছে এনসিপির। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, নিউইয়র্কে আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করছে। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে। এছাড়া সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একই ধরনের বিক্ষোভ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী নেতাদের ওপর এই হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদার চরম ব্যর্থতার উদাহরণ। বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে, বিদেশে অবস্থানরত কর্মকর্তারা যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে কনস্যুলেট ও দূতাবাসের কার্যকারিতা কোথায়।

আরো পড়ুন : আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন প্রেস সচিব

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে এই হামলার সময় অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। তবে প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এনসিপি নেতারা। জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীরা আজও থেমে নেই।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিদেশি মাটিতে এই সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, দেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি। এনসিপি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

সংসদ নির্বাচন ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

সরকারি নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন-সুবিধা নির্ধারণ

সরকারি নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন-সুবিধা নির্ধারণ

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App