×

রাজনীতি

আমির খসরু

সরকারের ওপর আস্থা আছে, সহায়তায় পাশে থাকবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

সরকারের ওপর আস্থা আছে, সহায়তায় পাশে থাকবো

ছবি: ভোরের কাগজ

অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সবার আস্থা আছে সরকারের ওপর। তাদের সার্বিক সহযোগিতা দেবো। সোমবার (৯ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদের একাংশ এনডিএমের সঙ্গে বিএনপি লিয়াজোঁ কমিটির আলাদা আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বৈঠকে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে। নতুন ভাবনা প্রত্যাশা পূরণে যারা যুগপৎ আন্দোলনে ছিলো তাদের নিয়ে করণীয় ঠিক করতে বসেছি। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কথা হয়েছে। ৩১ দফা সবাই মিলে করেছি। বাস্তবায়নও একসঙ্গে করবো। জাতীয় সরকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করবো। মৌলিক সংস্কার শেষ করে নির্বাচনের প্রত্যাশা করি। 

আমীর খসরু বলেন, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে বিএনপিসহ সমমনা দলগুলো। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ আন্দোলন করেছে। জনগণের কথায় চলবে দেশ। 

আরো পড়ুন: বাংলাদেশ নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্ণেল মশিউর জামান বলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য সরকারকে সহযোগিতা করবো। আগামী নিবাচনের পর কী সংস্কার করতে চাই তা ৩১ দফায় আছে। জাতীয় সরকারের মাধ্যমে এসব বাস্তবায়ন করতে চাই। 

বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ বলেন, আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়া। জাতীয় ঐক্যকে ধরে রেখে জাতীয় সরকার হতে হবে। 

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আগে সরকার পতনের বৈঠক ছিলো, এবার আন্দোলনের সুফল জনগণের কাছে পৌঁছানোর বৈঠক ছিল। নতুন গণতন্ত্র মানুষের হাতে তুলে দিতে হবে। ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কার রয়েছে। সবাই মিলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো। নতুন সংস্কারের দরকার হলেও একসঙ্গে কাজ করবো। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App