×

রাজনীতি

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতারা। ছবি: ভোরের কাগজ

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, অভিবাসন ও বহুসংস্কৃতি, শিল্প ও সাইবার নিরাপত্তা মন্ত্রী টনি বার্ক এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেলে টনি বার্কের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক ও অস্ট্রেলিয়ান বিএনপি নেতা মো. এএফএম তাওহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সম্পর্কে মোহাম্মদ রাশেদুল হক বলেন, সভার উদ্দেশ্য ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্বীকৃতি দেয়া, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের উন্নয়নে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে টনি বার্ক এমপির অসামান্য অবদানের বিষয়ে আলোচনা।

আরো পড়ুন: লন্ডন যাবেন খালেদা জিয়া

তিনি বলেন, টনি বার্ককে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তার উৎসর্গের স্বীকৃতিস্বরূপ একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিএনপি নেতারা তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন, সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের ওপর জোর দেন।

এছাড়াও বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের সুযোগ অন্বেষণ করা, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সমন্বয় করা, বাংলাদেশী ছাত্রদের জন্য স্টুডেন্ট ভিসার সুযোগ বৃদ্ধি করা। হাসিনা সরকারের কথিত অবৈধ বিনিয়োগ এবং অর্থ পাচারের তদন্ত করা এবং অস্ট্রেলিয়ান ভিসা কেন্দ্রকে ভারত থেকে ঢাকায় স্থানান্তর করা এবং হাসিনা সরকারের সহযোগীদের ভিসা প্রত্যাখ্যান করার বিষয়ে আলোচনা হয়েছে।

রাশেদুল হক আরো জানান, টনি বার্ক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের উন্নয়নে নতুন করে অঙ্গীকার নিয়ে বৈঠকটি শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App