×

রাজনীতি

আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ডিসি-এসপি, বিএনপি, জামায়াত নেতারা যেখানে একাকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

ডিসি-এসপি, বিএনপি, জামায়াত নেতারা যেখানে একাকার

ছবি: সংগৃহীত

কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। এনিয়ে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এম সাখাওয়াত হোসেন খান ২০২৩ সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। তার আগে থেকেই তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী রাজনীতিতে সংবর্ধিত সাখাওয়াতের বিভিন্ন কর্মসূচি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেলাল হোসাইন নামে এক ব্যক্তি লিখেছেন, ফ্যাসিস্ট সরকারের অর্থদাতা এম সাখাওয়াত হোসেন খান কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কাতারে তার বাসায় ফেনী পৌর মেয়রসহ কয়েকজন কমিশনার, যুবলীগের দায়িত্বশীল নেতা ও ইউনিয়ন চেয়ারম্যানের অবস্থান রয়েছে। আর আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি। কী জবাব দেবেন ৪ আগস্টের বীর শহীদদের? অর্থের সব ক্ষমতা।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী এক পোস্টে মন্তব্য করেন, ‘টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে। কিছু টাকার বিনিময়ে আওয়ামী পরিবারের লোককে সংবর্ধনা দিচ্ছে। এসবের ধিক্কার জানাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, এই অনুষ্ঠানে আমরা দাওয়াত পেয়েছি। কিন্তু আমরা যখন জানতে পেরেছি আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেয়া হবে। তখন আমরা ওই অনুষ্ঠানে আর যাইনি। কিন্তু দেখলাম আমাদের নেতারাও গিয়েছে। এসব অনুষ্ঠানগুলোতে যাওয়ার পূর্বে খোঁজখবর নিয়ে যাওয়া ভালো। দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তাদের অন্তত অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়ার আগে খোঁজ খবর না নিয়ে উপস্থিত হওয়াটা ঠিক হয়নি।

কয়েকজন বলছেন, অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত হয়েছেন শুনে অনুষ্ঠানে গিয়েছেন।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা, ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App