×

রাজনীতি

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।  রোববার (০৯ নভেম্বর) শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

সন্ধ্যায় সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পরে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। দলের নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভুত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান বিএনপির এ নেতা।

এসময় পরবর্তী আপিলে আমজনতার পার্টির নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নিজ দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে ‘আমরণ অনশনে’ বসেন তারেক রহমান।

এদিকে বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। ইসিতে আপিল করার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত:  ৪ নভেম্বর সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে এটি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ ও ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল’কেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করে ইসি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

মেট্রোরেলের সবার সব ধরনের ছুটি বাতিল

মেট্রোরেলের সবার সব ধরনের ছুটি বাতিল

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App