×

প্রবাস

বিমানবন্দর থেকে প্রবাসীদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে সরকার

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম

বিমানবন্দর থেকে প্রবাসীদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে সরকার

সারজা বাংলাদেশ সমিতি কর্তৃক বঙ্গবন্ধু হলে মরহুম জহিরুল ইসলামের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. আবু জাফর। ছবি: ভোরের কাগজ

   

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের সুখ দুঃখে অবগত আছেন। প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, এয়ারপোর্টে আগে প্রবাসীদের অনেক হয়রানি হতে হতো। এখন তা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি এয়ারপোর্ট থেকে প্রবাসীদের বাড়ি যেতে অনেক সমস্যার কথা চিন্তা করে বিআরটিসি বাস চালু করা হয়েছে। আরব আমিরাত থেকে গতবছর সাড়ে ৬’শ লাশ পাঠানো হয়েছে। আবুধাবি থেকে সুপরিসর বিমান না থাকায় কখনো কখনো লাশ পাঠানোতে সমস্যা হচ্ছে। তাই এ বিষয়টি নিয়ে দেখবেন বলে জানান তিনি। 

শনিবার (২৯ জুন) সারজা বাংলাদেশ সমিতি কর্তৃক বঙ্গবন্ধু হলে মরহুম জহিরুল ইসলামের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন: আমিরাতে অসহনীয় গরমে মধ্যাহ্ন বিরতি আইন মেনে চলার আহ্বান

বাংলাদেশ সমিতির সভাপতি আলহাজ্ব এম এ বাশারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক ও সাংগঠনিক সম্পাদক প্রকৌ. আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সরোয়ার আলম, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

হাফেজ মাওলানা কারী মহিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন- প্রকৌশলী শহিদুল ইসলাম, মরহুমের সন্তান সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, বাংলাদেশ সমিতি শারজা সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি শারজা সাবেক সভাপতি হাজী শরাফত আলী, প্রকৌশলী মো. সালাউদ্দিন, মো. নওশের আলী, সমিতির সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর, ক্রীড়া সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, নেসার রেজা খান, বিবিসি সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হাজী শফিকুর রহমান, নাসিরুদ্দিন কাউসার, সিআইপি হাজী আব্দুল করিম, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আজিম উদ্দিন, কামাল হোসেন সুমন, মোজাহের উল্লাহ  মিয়া, সিআইপি ইব্রাহিম ওসমান আপ্লাতুন, আব্দুল লতিফ, হাবিবুর রহমান চুন্নু, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশসহ অনেকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App