×

রাজশাহী

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

ছবি : ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এ হাসপাতালে এলেও খানাখন্দে ভরা রাস্তাটি রোগী ও স্বজনদের জন্য পরিণত হয়েছে দুর্ভোগের নতুন যন্ত্রণায়।

গুরুতর অসুস্থ রোগী বহনকারী রিকশা-ভ্যান কিংবা অ্যাম্বুলেন্স প্রায়ই গর্তে আটকে পড়ে। এতে চিকিৎসা পেতে বিলম্ব হয় এবং অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার আরো অবনতির আশঙ্কা দেখা দেয়।

রোববার (৫ অক্টোবর) সকালে রায়গঞ্জ বাজার এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনের রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ে পরিণত হয়। এতে কোথায় সমতল আর কোথায় গর্ত তা বোঝা যায় না। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক, পিকআপভ্যানসহ নানা যানবাহন গর্তে পড়ে বিকল হচ্ছে। অনেক সময় মানুষ পড়ে আহতও হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা এস. এম. বাহাদুর আলী বলেন, সামান্য বৃষ্টি হলেই এই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পানি জমে ছোট পুকুরের মতো অবস্থা হয়। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

চিকিৎসা নিতে আসা মুক্তি খাতুন, শেফালী খাতুন ও শহিদুল ইসলাম জানান, রাস্তার এ অবস্থা দেখে হাসপাতালে আসতে মন চায় না। কিন্তু প্রয়োজনে আসতেই হয়। রিকশা অনেক সময় গর্তে আটকে যায়, এতে রোগীরা আরো কষ্ট পায়।

রোগীর স্বজন মনিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগী নিয়ে আসা মানেই ভোগান্তি। হঠাৎ চাকা গর্তে পড়লে রোগী আতঙ্কিত হয়, পড়ে যাওয়ার উপক্রম হয়।

ভ্যানচালক জহুরুল ইসলাম বলেন, এই রাস্তায় ভ্যান চালানোই কষ্টকর। ঝুঁকি নিয়েই চালাতে হয়, নইলে আয় বন্ধ। স্থানীয় দোকানদার সুমন আহমেদ জানান, তিন-চার বছর ধরে এ রাস্তা এমনই পড়ে আছে। মাঝেমধ্যে খোঁড়াখুঁড়ি হয়, কিন্তু কাজ শেষ হয় না। এতে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমরা জানি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, বৃষ্টিতে ডাক্তার, নার্স ও রোগী সবার ভোগান্তি বাড়ে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে লিখিত আবেদন দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, হাসপাতাল প্রাঙ্গণে পানি জমা নিয়ে আমরা উদ্বিগ্ন। মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি আলোচনা হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App