×

রাজশাহী

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপের একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা দাহ্য পদার্থে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করেন। এরপর সঙ্গে থাকা অন্য একজনের সঙ্গে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওতে পেছন থেকে কারও কণ্ঠে “দে” ও “চল চল” বলতে শোনা যায়।

আরো পড়ুন : পদ্মা সেতুর সামনে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

ঘটনার ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, “বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে এরকম কোনো অগ্নিসংযোগের নমুনা পাইনি। এটি আমাদের এলাকায় ঘটেছে কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি বলেন, পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App