×

রংপুর

তেঁতুলিয়ায় টানা ৩ দিন শৈত্যপ্রবাহ, দুর্ভোগে শ্রমজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

তেঁতুলিয়ায় টানা ৩ দিন শৈত্যপ্রবাহ, দুর্ভোগে শ্রমজীবীরা

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের শীতল বাতাস ও হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। সকালে কুয়াশা না থাকলেও সূর্য উঠেছে ঝলমলে রোদ নিয়ে, তবে তেমন উষ্ণতা অনুভূত হয়নি।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল একই, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এরও একদিন আগে বৃহস্পতিবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য, উত্তরের শীতল বাতাসের প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে শীতের অনুভূতি কয়েকগুণ বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাড়কাঁপানো শীতে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে অনেককে রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে এবং এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যে মামলা

ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যে মামলা

তেঁতুলিয়ায় টানা ৩ দিন শৈত্যপ্রবাহ, দুর্ভোগে শ্রমজীবীরা

তেঁতুলিয়ায় টানা ৩ দিন শৈত্যপ্রবাহ, দুর্ভোগে শ্রমজীবীরা

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App