×

খেলা

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বায়ার্নের জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ১২:৩১ পিএম

আরবি লেপজিগকে হারিয়ে জার্মান কাপের শেষ ষোলোতে উঠেছে বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে বাভারিয়ান ক্লাবটি। রেড বুল অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিক লেপজিগ। ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার নবি কেইতা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে শেষ সাত ম্যাচে তৃতীয়বারের মতো লাল কার্ড দেখলেন ২২ বছর বয়সি এই মিডফিল্ডার! একজন কম নিয়েও ৬৮ মিনিটে এগিয়ে যায় লেপজিগ। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন এমিল ফর্সবার্গ। স্বাগতিকদের এগিয়ে যাওয়ার আনন্দটা যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই গোল করে বায়ার্নকে সমতায় ফেরান থিয়াগো আলকানতারা। এরপর নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল হয়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে প্রথম শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। লেপজিগের প্রথম শটে গোল করে স্কোর লেভেল করেন বার্নান্দো। দুই দল পরের তিনটি করে শটেও বল জালে জড়ায়। স্কোরলাইন তখন ৪-৪! পাঁচ নম্বর শটে গোল করে বায়ার্নকে ৫-৪ ব্যবধানে এগিয়ে দেন আরিয়েন রোবেন। কিন্তু লেপজিগের পঞ্চম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন টিমো ভেরনার। তার শট ঠেকিয়ে দিয়ে বায়ার্নের ত্রাতা গোলরক্ষক সভেন উলরিচ।
   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App