এবার ব্যাটিং–বোলিং দুই বিভাগেই নিষ্প্রভ সাকিব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১১:০৫ এএম
সাকিব আল হাসান
মেজর লিগে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালোই করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮ রানের পর সবশেষ ম্যাচে ২৬ বলে ৩৫ রানের ইনিংস সাজিয়েছিলেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক। বুধবারও (১০ জুলাই) সুযোগ ছিল, তবে তা কাজে লাগাতে পারেননি।
উল্টো ম্যাচের বাজে সময়ে নিজের উইকেট বিলিয়ে দেন তিনি। ৭ বলে ৭ রানের প্যাভিলিয়নে ফেরার আগে হারমিত সিংহের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ইমাদ ওয়াসিমের হাতে মুঠোবন্দী হন এ অলরাউন্ডার। এরপর বল হাতেও ব্যর্থ। সাকিবের এমন হতশ্রী পারফরম্যান্সের দিনে হার নিয়েই মাঠ ছেড়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
বুধবার (১০ জুলাই) জেসন রয়-ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল লড অ্যাঞ্জেলস। জবাবে রিকেলটনের সেঞ্চুরি ও ডি ককের ফিফটিতে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে সেটেল অর্কাস।
ডালাসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরুর ইঙ্গিত দিয়ে অল্পতেই থামেন অধিনায়ক সুনীল নারাইন। অন্যপ্রান্তে উন্মুক্ত চাঁদও ইনিংস লম্বা করতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে ২১ বলে ১৮ রান করেন এ ওপেনার।
আগের দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল সাকিব, এবার ফের ব্যর্থতার বৃত্তে কাঁটা পড়েন। বাউন্ডারি হাঁকিয়ে ৭ রানেই ফেরেন এই অলরাউন্ডার।
এরপর জেসন রয়ের ব্যাটে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ইনিংসের ১৬তম ওভারে ফেরার আগে ৫ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৬৯ রান করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন মিলার। ৫ চার ও ২ ছক্কায় শেষ পর্যন্ত ২২ বলে অপরাজিত ৪৪ রান করেন তিনি। শেষদিকে রাসেলের ক্যামিওতে ৫ উইকেটে ১৬৮ রানে থামে লস অ্যাঞ্জেলসের ইনিংস।
জবাবে শুরুতেই ওপেনার নওমান আনোয়ারকে হারায় সেটেল অর্কাস। তবে ঘুরে দাঁড়িয়ে বড় জুটি গড়েন রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক। প্রোটিয়া এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। শেষ পর্যন্ত ৬৬ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন রিকেলটন। অন্যদিকে ৪৬ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন ডি কক।
এদিন ইনিংসের নবম ওভারে আক্রমণে এসেছিলেন সাকিব। এই ওভারে ৮ রান দেন তিনি। এরপর ১১তম ওভারে ২ ছক্কায় হজমসহ ১৫ রান খরচ করেন তিনি। ২ ওভারে ২৩ রান খরচের পর তাকে আর আক্রমণে আনা হয়নি।
