×

খেলা

ভক্তকে সাকিব

দেশের জন্য আপনি কি করেছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

দেশের জন্য আপনি কি করেছেন?

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে ফিরেন সাকিব আল হাসান। এরপরেই আবার যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। এখন ব্যস্ত সময় পার করছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে নিয়মিতই মাঠ মাতাচ্ছেন এ টাইগার অলরাউন্ডার। অবশ্য মাঠের ক্রিকেটে ভুলে যাওয়ার মতোই সময় পার করছেন সাকিব। 

মাঠের বাইরেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না সাকিবের। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। 

তবে এক্ষেত্রে একবারেই ব্যতিক্রম সাকিব আল হাসান। তিনি এ ইস্যুতে কোন কথা না বলেন বরং নীরবই আছেন। সাকিবের এই নীরবতা ক্ষুব্ধ করেছে তার ভক্ত-সমর্থকদের। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত আর নীরব থাকতে দেয়নি। আর এ জেরেই কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরেন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দেন। ক্ষোভের সুরে জানতে চান, চলমান এই অস্থিরতায় তার নীরব থাকার কারণ কি? সাকিব অবশ্য সরাসরি কোন উত্তর দেননি। বরং ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ 

এরপরই ওই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আপনার মত এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবার তাকে বলতে শোনা গেছে, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে সাকিব মেজাজ হারিয়ে ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান নিরাপত্তাকর্মীদে কাছে। পরে অবশ্য নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে সরিয়ে নেন।

আরো পড়ুন: জ্বলে উঠলেন অলরাউন্ডার সাকিব

টাইগার ক্রিকেট ভক্ত ও সাকিব আল হাসানের এমন উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App