কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
কোহলির ছয়ে ফুটো হয়ে গেছে দেয়াল; ছবি: এক্স
আর মাত্র তিনদিন পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে, সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এবার সেই স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি। তার হাঁকানো বল লেগে বড়সড় এক গর্ত হয়ে গেল স্টেডিয়ামের দেয়ালে।
মূলত নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন কোহলি। সেই সময়ে তার হাঁকানো একটি বলই প্যাভিলিয়নের কাছের দেয়ালের গিয়ে আঘাত করে। শটে এতোই পাওয়ার ছিল যে দেয়ালে বলের আকারের গর্ত হয়ে যায়। পরে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়ে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল। তবে এর মধ্যেই কোহলির এই কাণ্ডে তোলপাড় নেট দুনিয়া।
এদিকে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে কখনোই টেস্ট জিততে পারেনি টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রথমবারের মতো বড় সংস্করণে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বাংলাদেশকেও এবার বেশ সমীহের চোখে দেখছে ভারত।
