×

খেলা

এনামুল-ইমরুলের ব্যাটে খুলনার বড় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

এনামুল-ইমরুলের ব্যাটে খুলনার বড় জয়

ছবি: সংগৃহীত

ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ফলো-অনে পড়েছিল ঢাকা মেট্রো। তবে মার্শাল আইয়্যুবের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৭২ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি। এতে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০৬ রান। পরে ওপেনার এনামুল হক বিজয়ের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে খুলনা। দুই ইনিংসেই ৫ উইকেট নিয়ে মেট্রোর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ম্যাচসেরা হন অফস্পিনার শেখ মেহেদী হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনই সেঞ্চুরি পেয়েছিলেন মার্শাল। ১৩০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আজ আরো ২২ রান যোগ করেন। তার সেঞ্চুরিতে ৩৭২ রানের সংগ্রহ দাঁড় করায় মেট্রো। ১৮ চার ও এক ছক্কায় ২৪২ বলে নিজের ইনিংস সাজান তিনি। ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মেট্রো আজ কেবল ৭৫ রান তুলতে পেরেছিল।

দলটিকে দ্রুত সাজঘরে ফেরাতে মূল অবদান মেহেদী হাসানের। প্রথম ইনিংসে তার ঘূর্ণিতেই ফলো-অনে পড়ে মেট্রো। দ্বিতীয় ইনিংসেও ঘূর্ণিজাদু অব্যাহত রেখেছিলেন মেহেদী। দ্বিতীয় ইনিংসে ৮৮ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া আল আমিন হোসেন ও টিপু সুলতান দুটি করে উইকেট নেন।

২০৬ রান তাড়ায় নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে খুলনা। বিশেষ করে আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করতে থাকেন এনামুল। অমিত মজুমদারকে নিয়ে গড়েন ৯৪ রানের জুটি। দ্রুত রান তুলতে গিয়ে ১০ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৭১ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন অমিত মজুমদার। তাদের ১১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় খুলনা। অমিত ৪১ ও ইমরুল ৮৩ রানে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে একমাত্র উইকেটটি নেন আমিনুল ইসলাম বিপ্লব। ৯ বোলারকে ব্যবহার করেও সাফল্য পাননি ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App