শাণিত ত্রিফলায় আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাল মিলিয়ে দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস গোল করেছেন। এই জয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা।
বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর লস ব্লাঙ্কোসদের গত মৌসুমের শোকেসে ইন্টারকন্টিনেন্টাল কাপও যুক্ত হলো।
ম্যাচের ৩৭তম মিনিটে লিড নেয় কার্লো আনচেলত্তির দল। চোট কাটিয়ে মাঠে ফেরা এমবাপ্পেকে দিয়ে নিঃস্বার্থ গোল করান ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়ুস। গোলরক্ষককে কাটিয়ে ভিনির বাড়ানো বল ধরে কাটব্যাকে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন রদ্রিগো। ম্যাচের ৫৩তম মিনিটে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে বাঁকানো শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যদিও বেলিংহ্যাম বেশ খানিকটা এগিয়ে থাকায় এই গোলে অফসাইড নিয়ে সংশয় ছিল, পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।
শেষটায় ভিনিও গোলের দেখা পেয়েছেন। ম্যাচের ৮৪তম মিনিটে স্পটকিকে বল জালে জড়িয়ে ত্রিফলার নিখুঁত সমাপ্তি টানেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আর আন্তঃমহাদেশীয় লড়াইয়ে রিয়ালকে জেতান মৌসুমে দ্বিতীয় শিরোপা।
