×

খেলা

দ্বিতীয় বলেই কিংয়ের উইকেট নিলেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ এএম

দ্বিতীয় বলেই কিংয়ের উইকেট নিলেন তাসকিন

ছবি: সংগৃহীত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ইনিংসের দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারিয়েছে তারা। ক্যারিবীয় এই ওপেনারকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন তারা। তবে ১৪ রানের বেশি করতে পারেননি লিটন। 

লিটন ফেরার পর ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি। জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে জাস্টিন গ্রেভসের হাতে ধরা পড়েন দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৯ রান করেন ইমন।

তিনে নেমে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। এক ছক্কায় ৯ বলে ৯ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে জাকের আলি ও মেহেদী মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। শুরুতে রক্ষণাত্মক ব্যাটিং করলেও রানের গতি বাড়াতে গিয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ফেরার আগে তার ব্যাট থেকে ২৩ বলে ২৯ রান এসেছে।

এরপর দ্রুতই আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। শামীম পাটোয়ারী ৪ বলে ২ ও শেখ মেহেদী রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। 

তবে একপ্রান্ত রেখে স্কোরশিট সচল রাখেন জাকের। তাকে দুর্দান্ত সঙ্গ দেন তানজিম সাকিব। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। কিন্তু দলীয় ১৬৪ রানে এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান করে আউট হন তানজিম সাকিব।
অন্যদিকে ৩৬ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন জাকের। ফিফটির পর রীতিমতো টর্নেডো বইয়ে ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App