×

খেলা

প্লে-অফের স্বপ্ন দেখছে সিলেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

প্লে-অফের স্বপ্ন দেখছে সিলেট

ছবি: সংগৃহীত

এখনো হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের সবশেষ ম্যাচে সোমবার (২০ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে আরিফুল হকের দল। তবুও প্লে-অফের স্বপ্ন দেখছেন দলটির বিদেশি ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগান এই ক্রিকেটার জানান, শেষ ৪ ম্যাচ জিতে প্লে-অফে যেতে চায় তারা।

শিনওয়ারির ভাষ্যমতে, ‘৪ ম্যাচ বাকি এখনো। যদি ভালো ব্যবধানে জিততে পারি। ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে পারি, যেকোনো কিছুই হতে পারে। অনেক দল এখনো সংগ্রাম করছে। ২ পয়েন্ট দূরে ২-৩টি দল রয়েছে। ১২ পয়েন্ট পর্যন্ত যেতে পারলে আশা আছে, ইনশাল্লাহ সেরাটা দিতে চাইব।’

জাকেরের প্রশংসা করে শিনওয়ারি বলেন, ‘জাকের দুর্দান্ত ক্রিকেটার। বাংলাদেশের হয়ে খেলছে। সে জানে, এমন চাপের পরিস্থিতিতে কীভাবে কী করতে হবে। সে একজন বড় প্লেয়ার। সবসময় বড় প্লেয়াররা এমন পরিস্থিতিতে ভালো করে। এখানেও ভালো করলো। দলের জন্য এটা ভালো। আশা করব, সে (জাকের) এটা চালিয়ে যাবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের হয়ে ভালো করে যাবে।’

৬ রানে পরাজয় নিয়ে শিনওয়ারি বলেন, ‘অবশ্যই দুঃখিত। খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। ১৫-২০ রান অতিরিক্ত দিয়েছি আমরা। এখানেই হয়ত পার্থক্যটা সৃষ্টি হয়েছে। আমরা বোলিং, ফিল্ডিং ভালো করেছি। ব্যাটিংও ভালো করেছি। ম্যাচটাও হেরেছি। ৪ ম্যাচ বাকি আছে, আশা করছি ভালো করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App