প্রিন্ট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
আরো পড়ুন
ছোট আকারের সেন্সর আনল স্যামসাং
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৪:৩৩ পিএম
স্মার্টফোনের জন্য সবচেয়ে ছোট আকারের ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে স্যামসাং। সেন্সরটির নাম আইএসওসেল স্লিম থ্রিটি২। সেন্সরটির উচ্চতা মোটে ৫.১ মিলিমিটার।
এর মাধ্যমে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ২০ মেগাপিক্সেল রেজুলেশনের ছবি ওঠানো সম্ভব হবে। স্যমসাংয়ের মিড রেঞ্জের ফোনে সেন্সরটি ব্যবহার করা হবে।
সেন্সরটি খুব কম জায়গার মধ্যেই ফিট করা যাবে। হোল ইন ডিসপ্লে বা নচ ডিসপ্লের ফোনেও এটি ব্যবহার করা যাবে। চলতি প্রান্তিকেই সেন্সরটির উৎপাদন শুরু হবে।
এদিকে জানা গেছে, মিড রেঞ্জের ফোনের দাম আরও কমাবে স্যামসাং।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
স্মার্টফোনের জন্য সবচেয়ে ছোট আকারের ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে স্যামসাং। সেন্সরটির নাম আইএসওসেল স্লিম থ্রিটি২। সেন্সরটির উচ্চতা মোটে ৫.১ মিলিমিটার।
এর মাধ্যমে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ২০ মেগাপিক্সেল রেজুলেশনের ছবি ওঠানো সম্ভব হবে। স্যমসাংয়ের মিড রেঞ্জের ফোনে সেন্সরটি ব্যবহার করা হবে।
সেন্সরটি খুব কম জায়গার মধ্যেই ফিট করা যাবে। হোল ইন ডিসপ্লে বা নচ ডিসপ্লের ফোনেও এটি ব্যবহার করা যাবে। চলতি প্রান্তিকেই সেন্সরটির উৎপাদন শুরু হবে।
এদিকে জানা গেছে, মিড রেঞ্জের ফোনের দাম আরও কমাবে স্যামসাং।
