×

তথ্যপ্রযুক্তি

ই–ক্যাব নির্বাচন ২৬ জুলাই: ৩৬ প্রার্থী, দুই প্রধান প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০২:৫৮ এএম

ই–ক্যাব নির্বাচন ২৬ জুলাই: ৩৬ প্রার্থী, দুই প্রধান প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) লোগো। গ্রাফিক্স ভোরের কাগজ

দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ১১টি পদে সরাসরি ভোটের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ই–ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী। গণমাধ্যমকে তিনি জানান, “আমরা আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এর জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।”

তবে ই-ক্যাবের নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও ধারাবাহিক ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একাধিক সূত্র জানিয়েছে, আগের মতো এবারও কিছু পরাজিত গোষ্ঠী, সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট সমর্থক ও নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কায় থাকা কিছু প্রার্থীরা নির্বাচন স্থগিত করতে সক্রিয় ভূমিকা রাখছে। 

এর আগে গত ৩১ মে অনুষ্ঠিতব্য নির্বাচন ই–ক্যাব নির্বাচন বোর্ড ১৪ মে এক চিঠির মাধ্যমে স্থগিত করেছিল, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সদস্য ও প্রার্থীরা।

নতুন তারিখ ঘোষণার পর অনেক সদস্যের মত, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে কথা বলার ন্যায্যতা পাবেন। একজন সদস্য বলেন, “আমরা চাই দ্রুত নির্বাচন হোক। ব্যবসা এখন অনেকটা স্থবির। নেতৃত্ব ছাড়া আমরা সরকারের কাছে আমাদের দাবি পৌঁছাতে পারছি না।”

এবারের নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন।

টিম টাইগার প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ও গ্রিন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামান। তিনি বলেন, “নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে কোনো প্রচারণা করিনি। ২৬ জুলাইয়ের অপেক্ষায় আছি।”

অন্যদিকে টিম ইউনাইটেড প্যানেলের প্রার্থী মোছা. জান্নাতুল হক জানান, “আমরা আমাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছি, যেখানে সদস্যদের প্রধান সমস্যা ও চাহিদার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে ভ্যাট–সংক্রান্ত জটিলতা ও পূর্ববর্তী অনিষ্পন্ন বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি।”

তিনি আরও বলেন, “২৬ জুলাইয়ের নির্বাচন ই–ক্যাবকে একটি আধুনিক, কার্যকর ও সমাধানমুখী সংগঠনে পরিণত করবে—এতে আমরা আশাবাদী।”

নির্বাচনের দায়িত্বে থাকবেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তরফদার সোহেল রহমান, সদস্য শাহাদৎ হোসেন ও মো. রেজাউল করিম—তিনজনই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।

উল্লেখ্য, এ নির্বাচনে মোট ৮৩৫ জন ভোটার অংশ নেবেন। এর মধ্যে পূর্ববর্তী তালিকায় ছিলেন ৫০২ জন, যাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আরও ৩৩৩ জন।

ই–ক্যাব নির্বাচনে এবার সকল পক্ষের অংশগ্রহণ ও পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও প্রভাববিস্তারী নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

গাজায় মানবিক বিপর্যয় চরমে: ক্ষুধায় একদিনেই ১৮ জনের মৃত্যু

গাজায় মানবিক বিপর্যয় চরমে: ক্ষুধায় একদিনেই ১৮ জনের মৃত্যু

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App