
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১০:৪০ এএম
আরো পড়ুন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শীতের পাখিরা দলবেঁধে
এলো উড়ে উড়ে
ক্ষণিকের বসত গেড়েছে
হাওর বাঁওড়জুড়ে।
একটু উষ্ণতায় রোদ মেখে
কাটিয়ে কটা দিন
ফিরে যাবে সাইবেরিয়া,
মঙ্গোলিয়া-চীন।
পরিযায়ী এই পাখিরা
অতিথি আমাদের,
অভয় ভালোবাসা দিও
আসবে ওরা ফের।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

শীতের পাখিরা দলবেঁধে
এলো উড়ে উড়ে
ক্ষণিকের বসত গেড়েছে
হাওর বাঁওড়জুড়ে।
একটু উষ্ণতায় রোদ মেখে
কাটিয়ে কটা দিন
ফিরে যাবে সাইবেরিয়া,
মঙ্গোলিয়া-চীন।
পরিযায়ী এই পাখিরা
অতিথি আমাদের,
অভয় ভালোবাসা দিও
আসবে ওরা ফের।