×

যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে ট্রাম্পের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এএম

ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে ট্রাম্পের নির্দেশ

ওয়াশিংটন ডিসির প্রায় ৭ লাখ বাসিন্দার মধ্যে ৩ হাজার ৭৮২ জন গৃহহীন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শহরের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা গৃহহীনদের থাকার ব্যবস্থা করব, তবে তা হবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীদের জায়গা জেলে।”

তিনি আরো বলেন, “আমরা আমাদের রাজধানী ফেরত চাই। এখানে অপরাধীদের জন্য কোনও শিথিলতা থাকবে না।”

ট্রাম্প ঘোষণা দেন, সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসিকে আগের যেকোনও সময়ের চেয়ে নিরাপদ ও সুন্দর করার পরিকল্পনা তুলে ধরবেন। যদিও এই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে সহকর্মীর গুলিতে আহত ৫

এর আগে, ২০২২ সালে তিনি শহরের বাইরে কম খরচের জমিতে উচ্চমানের তাঁবুতে গৃহহীনদের রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেখানে শৌচাগার ও চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক নির্বাহী আদেশে ট্রাম্প গৃহহীনদের গ্রেপ্তার প্রক্রিয়া সহজ করেছেন। গত সপ্তাহে তিনি ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়াশিংটন ডিসির রাস্তায় মোতায়েনের নির্দেশ দেন। শুক্রবার তিনি ইউএস পার্ক পুলিশ, ডিইএ, এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিসসহ বিভিন্ন সংস্থার এজেন্ট পাঠান।

হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার রাতে প্রায় ৪৫০ জন ফেডারেল অফিসার মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপটি আসে ১৯ বছর বয়সী সাবেক সরকারি কর্মচারীর ওপর কথিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ও হামলার ঘটনার পর। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত ভুক্তভোগীর ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, শহরের মেয়র মুরিয়েল বাউজার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, ২০২৩ সালে অপরাধ বেড়েছিল, কিন্তু এটা এখন ২০২৩ নয়। গত দুই বছরে আমরা সহিংস অপরাধকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এনেছি। তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের রাজধানীকে ‘বাগদাদের চেয়ে বেশি সহিংস’ আখ্যা দেওয়াকে “অতিরঞ্জিত ও ভুল” বলে মন্তব্য করেন।

যদিও ওয়াশিংটন ডিসির মাথাপিছু হত্যার হার যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় বেশি। চলতি বছর এখন পর্যন্ত ৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে ফেডারেল তথ্য অনুযায়ী, গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতি মিলিয়ে মোট সহিংস অপরাধের সংখ্যা গত বছর ছিল গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন।

ট্রাম্পের দাবি, সোমবারের সংবাদ সম্মেলনে তিনি শহরে অপরাধ, হত্যা ও মৃত্যু বন্ধের পাশাপাশি এর শারীরিক পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করবেন। মেয়র বাউজারকে তিনি ভালো মানুষ হিসেবে উল্লেখ করলেও বলেন, তার চেষ্টার পরও অপরাধ বেড়েছে এবং শহর নোংরা ও কম আকর্ষণীয় হয়ে পড়েছে।

ওয়াশিংটন ডিসির প্রায় ৭ লাখ বাসিন্দার মধ্যে ৩ হাজার ৭৮২ জন গৃহহীন। এর মধ্যে প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করে বলে জানিয়েছে কমিউনিটি পার্টনারশিপ নামের একটি সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App