×

যুক্তরাষ্ট্র

কানাডার ওপর আরো ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম

কানাডার ওপর আরো ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডার ওপর নতুন করে আরো ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে কানাডার প্রচারিত একটি ‘বিতর্কিত’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক নীতির ওপর ভিত্তি করে কানাডা একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে। বিজ্ঞাপনে রিগ্যানের রেডিও ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বক্তব্য ব্যবহারের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।

তিনি আরো যোগ করেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে শুল্ক সমর্থন করতেন। কিন্তু কানাডা তার বক্তব্য বিকৃত করে প্রচার করছে। বিজ্ঞাপনটি প্রত্যাহারের কথা থাকলেও তা সম্প্রচার অব্যাহত রাখায় কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

আরো পড়ুন : কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন। সে সময় ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

এর আগে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিলেন। তবে তিনি ইউএসএমসিএ (যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি)-এর আওতায় থাকা কিছু পণ্যে শুল্ক ছাড়ের অনুমতি দিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডিয়ান পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করেছে, যার মধ্যে ধাতু পণ্যে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে ২৫ শতাংশ শুল্ক বর্তমানে কার্যকর রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App