×

যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ

Icon

অভিজিৎ ভট্টাচার্য্য, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরো কঠোরতা আনতে কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়, শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য আইনি সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের দেয়া ‘কর্ম-অনুমতির’ সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হবে। নতুন নীতি ৫ ডিসেম্বরের পর জমা পড়া সমস্ত ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। একই সঙ্গে ওই তারিখ পর্যন্ত বিচারাধীন আবেদনের ওপরও এটি প্রযোজ্য হবে। 

মার্কিন সরকারের এমন সিদ্ধান্তে সেদেশে অভিবাসীদের উদ্বে সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এতে হয়রানি অনেক বাড়বে। সিরিয়া থেকে আসা আবু তালহা (আসল নাম নয়) বলেন, এটা স্পষ্ট- এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসীবিরোধী নীতিরই প্রতিফলন। ঠুনকো অজুহাতে এমন কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এতে আমাদের ভোগান্তিই শুধু বাড়বে।  

প্রসঙ্গত, এই নতুন নিয়ম তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের আশ্রয় অথবা স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) আবেদন এখনো বিচারাধীন। দীর্ঘসূত্রতা ও বিপুল মামলার জটের কারণে এই প্রক্রিয়ায় সাধারণত বহু বছর লেগে যায়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর (ইউএসসিআইএস) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ কমে এলে অভিবাসীদের আরো ঘন ঘন যাচাই-বাছাই ও নিরাপত্তা স্ক্রিনিং করা সম্ভব হবে। সংস্থাটি গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর হামলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে। ওই হামলার সন্দেহভাজন আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়াল (২৯) বাইডেন প্রশাসনের সময়ে ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর গত এপ্রিলে তার আশ্রয় আবেদন অনুমোদিত হয়।

ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো বলেন, কর্মসংস্থান অনুমোদনের মেয়াদ হ্রাস করলে নিশ্চিত করা যাবে, যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহীরা জননিরাপত্তার জন্য হুমকি নন এবং কারো মাধ্যমে ক্ষতিকারক মতাদর্শ ছড়ানোর সুযোগও কমবে। তিনি আরো বলেন, আমাদের দেশের রাজধানীতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বিদেশির হামলার পর স্পষ্ট হয়েছে, বিদেশিদের আরো ঘন ঘন যাচাই অত্যাবশ্যক। 

প্রসঙ্গত, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনার পর প্রশাসন অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে। আফগান নাগরিকদের সব ভিসা ও অভিবাসন আবেদন, ইউএসসিআইএস-এর তত্ত্বাবধানে থাকা আশ্রয় আবেদনগুলো এবং ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ তালিকাভুক্ত ১৯ দেশের নাগরিকদের নাগরিকত্বসহ সব আইনি অভিবাসন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, হামলার প্রতিক্রিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে মোট ৩০-এ উন্নীত করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

এশিয়ার ৩ দেশে ভয়াবহ বন্যা মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার চিকিৎসা সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

বাজারে মিলছে না সুবাতাস, শীতেও ঘাম ছুটছে ক্রেতার

ভোগ্যপণ্য বাজারে মিলছে না সুবাতাস, শীতেও ঘাম ছুটছে ক্রেতার

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ

ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App